অনচ্ছের দিবারাত্রি

প্রতীকী ছবি

 


একটি আঘাত নিয়ে রচিত প্রবাহ
কালের অখণ্ড গতি
দুহাতে ঠেকায়,
আহত-প্রশান্তি নিয়ে আকর্ষণ করে
চরম প্রদানকালে প্রাচীন প্রথায়।

মিলন বিষয়বস্তু ছিল কোনো কালে
ইদানীং ফেনোচ্ছ্বাসে হৃদয় স্থাবর।
মন আর মননের সামূহিক ক্ষতি
ভুলিলে প্রশান্তি আসে,
ভোলা ক্ষতিকর।

 


এই যে ফেনিল রাশি
উজ্জ্বল এ জল
যা দেখি তা জল নয়,
জলের কঙ্কাল
গোনা যায়
থরে থরে পাঁজরের হাড়
ঘুরে ঘুরে কথা বলে
নিহিত অতল…

এই যে স্বজ্ঞার থেকে পরিম্লান পাখি
বিচ্যুত অক্ষের পথ
প্রদক্ষিণ করে,
পৃথক শাখার থেকে
গভীর ব্যঞ্জনা
দৃষ্টি ছেনে দেখে
নিজ স্মৃতিসত্তাভাবী…

 


ফেলেছি ফুটন্ত জলে
ঘোটকের ডিম
অপেক্ষায় দিন গুণি আমি-তুমি-তারা…
কী মোহিনী জানি বঁধু,
অবিশ্বাস লাগে,
যতনে লালন করি পচনের ধারা।

বিষয়মুখের থেকে সোজা সরে যাই
মুদ্দা’র দিন শেষ
জুমলাই দেশ
যত বেশি হেই-হাই, হেট্-হাট্ করি,
তত বেশি
জনগণ প্রসীদ ভবেৎ…

 

ছবি – প্রকাশ কর্মকার

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By মহিউদ্দিন সাইফ

মহিউদ্দিন সাইফ। জন্ম ১৯৯৬ সালে, বাঁকুড়া জেলার বিহারীনাথ পাহাড় সংলগ্ন একটি গ্রাম, দুর্লভপুরে। লেখালেখির শুরু ২০১৫ সাল থেকে। প্রথম লেখা প্রকাশ হয় ২০১৮ সালে 'আরশিনগর' পত্রিকায়। ২০২০, ডিসেম্বরে প্রথম বই 'আহত নীলাভ শাখা' প্রকাশিত হয় 'অহিরা' থেকে। ২০২৩। , বইমেলাতে দ্বিতীয় বই 'গোধি-চামড়ার পথে' প্রকাশ পায় 'গদ্যপদ্যপ্রবন্ধ'র সহযোগিতায় 'সপ্তর্ষি' প্রকাশনী থেকে। ২০২৪ বইমেলায় প্রকাশ পায় ফারসি থেকে অনুবাদ বই 'রুবাই'য়্যাতে ওমর খৈয়াম' 'নাটমন্দির' থেকে।

Leave a Reply