অধরা দিনের ছায়া

প্রতীকী ছবি

আমাদের একসাথে একটা জীবন কাটানোর কথা ছিল।
যে জীবন কাটাতে পারিনি সেই ছেঁড়া সুতোর শেষভাগে
অল্প কিছু আবেগ আর কল্পনার রঙে মিশে,
ছায়াছবি চলতে লাগলো সারা জীবনটা জুড়ে।
পড়ন্ত বিকেলের গোধুলি আলোয় আমাদের
একটা জীবন কাটানোর কথা ছিল হেসেখেলে, হাত ধরে,
মায়াবী জীবনের রং বাস্তবে না,  শুধু মনের কোঠায় কবিতায় ধরা দিল।

আমাদের হারানোর কথা ছিল দুজনাতে,  খোলা মাঠে। আমাদের আনন্দটা একসাথে উপভোগ করার কথা ছিল।
সিনেমায়,  নাটকে,  যাত্রা,  গানে,  আড্ডায় একসাথে কাঁদা-হাসা,  সন্ধ্যায় বাড়ি ফিরে একসাথে এক হাঁড়িতে না হয় ফুটতো গরম ভাত।  এক আলমারিতে না হয় থাকতো দুজনের সাজপোষাক।  একটা ছোটো বাড়ি,  একটা উঠান, দুজনের একই ঠিকানা হলে কি এমন ক্ষতি ছিল ?
এক রাস্তায় হাঁটা ,  একই চৌহদ্দিতে ঘোরা,  একই একই একই পরিসরে দুজনের ক্লান্ত অবসরে একটু গা – ঘেঁষে দুজনে থাকলে পৃথিবীর এমন তো কোনো ক্ষতি ছিল না।  কখনও তুমি বাড়ি না ফিরলে পথ চেয়ে বসে থাকা,  আহা সেই অপেক্ষার সুখ ,  তোমার ফেরার পথের দিকে চেয়ে…

তাও দেখ,  আজ দুজনেরই গতিপথে আজ দুজনেই একাকী দিশাহীন।  জীবনের ছায়াপথ আজ দুই ভিন্ন পটভূমিতে অলক্ষ্যে ঘুরে বেড়ায় ঠিকানাহীন।
তবু কেন জানি মনে হয় অগভীর এই জীবনশেষে বৃত্ত হয়ে মিশবে আমাদের পরিধি।  সে আলোর রেখা দেখি বলে আজও প্রতিটা নিঃশ্বাস-প্রশ্বাস, গহনে মনে মনে এঁকে চলি আমাদের মেলবার পথ ।  জানি না একি শুধু স্বান্তনা,
তবু জানি আমাদের একসাথে কাটানোর ছিল একটা জীবন।  শুধু বাইরের যাঁতাকলে দুজনের আলাদা সংসারে আমাদের যৌথ ইচ্ছাটা অগোচরে অবহেলায় অসময়ে বড়ো অসময়ে মারা গেল ।

ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By রাতুল মণ্ডল

'ব্যাঙের ছাতা' পত্রিকার যুগ্ম সম্পাদক। স্কুল জীবন থেকে কবিতা ও আবৃত্তি চর্চা করেন।

Leave a Reply