গতি ও বৃদ্ধি
কবিতাকে মেরুদন্ডহীন করে
মনের ভেতর শীতল স্রোত বইয়ে দেওয়াকে
কি যেন বলে মহাশয় ?
চমকে দেওয়া ?
বাংলা ভাষার গতি ও বড়ই বৃদ্ধি নিয়ে
উদ্বিগ্ন হয়ে কোনো লাভ নেই
ভাষা আপন গতিতেই ধাবমান।
সেলাম ঠুকছে মোসাহেবরা
তারা ভরা আকাশের অন্ধকারে।
চোখ
চোখের ভেতর গুনে দেখলাম
চার পাচটা সূর্য্য আছে।
তাদের নানা ধরনের আলো
নানা রঙের ও।
চন্দননগরের আলোক সজ্জা
তার কাছে হার মেনে দুর্গা পুজোর মণ্ডপে
মুখ লুকিয়েছে।
চক্ষু – প্রভা প্রভাদানে বাড়ায় আঁধার
পথিকে ধাঁধিতে।
বেদব্যাস লিখিত এ শ্লোক গুলি চক্ষু – প্রভা বাড়াইয়া কবিতা হয়েছে।