সাইমন ও সাইমন


ছুতমার্গ যদি দৃঢ় হয়
আজীবন দেহে মৃত খিদে ।
বিপদ ঘনিয়ে এলে ঘরের দেওয়াল ও অন্ধ …
পর্দাহীন সেই জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দ্যাখে সাইমন।
যদিও প্রয়োজন থেকে অধিক ফিসফিস গলায়
বেজেছে তার দুখের পিয়ানো,
তবু মেঘ, ঘন মেঘ …
শ্রাবণ

নয় তো প্রিয়, প্রতিবিম্ব শুধু


দুঃসহ শোকের পাশে কাছে কে যেন ভাসিয়েছে তার
শোকের নৌকা, ঋতুমতি যদি তুমি, গর্ভে তোমার
বীজ…তবু কবেকার নষ্ট জলে লুকোনো আশ্চর্য
মায়া, সাইমন ও ভাবে তাকিও না


সানকি তে বেড়েছ পরমান্ন
ঝুলে থাকা খিদে এখন দানব প্রায়
কত যুগ গেছে কেটে
ওপাশে চাঁদ তখন বিস্ময়ে
নত হয়ে আছে অসম প্রেমের কাছে
সাইমন তুমি জোছনায় কেটে কেটে যাবে কতদূর?

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply