প্রতীকী ছবি
শোকাহত মন
বিষণ্নতায় মুহ্যমান চারিদিক
এখন অবসরের পালা সময়ের,
শুধুমাত্র
ওপরের বারান্দায় সিলিং বেয়ে আসছে রোদ টুকু
ভাঙা চেয়ারে…
সময় গুনেছে প্রহর
রাত জাগা স্বপ্ন দেখেছে কালজয়ী ইতিহাস
অল্প আলোর ভোর
জেগে থেকেছে আগামী সকালের আশায়
আছন্ন স্মৃতি জোর করে রাখে সুখ মাখা আবেগ
কোথাও যেন সবকিছু হারিয়ে পড়ে রয়েছে শূন্যতা
আমরা সবাই যেন হারিয়ে যাচ্ছি মহাকালের
সেই অন্ধকারে
যেখানে প্রহর আমাদের নিয়তি আগলে রাখে…
ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By ধীমান ব্রহ্মচারী

কবি, প্রকাশক ও লিট্‌ল ম্যাগাজিনের সম্পাদক

Leave a Reply