সংসার
এসব ভাবতে ভাবতে ডুবে যায় সংসারী মন
সামনে পারাবার
তবু নাবালকত্ব ফেলে আসতে পারি না কোনোদিন
নাবাল জমিনে বাসা বাঁধে ক্ষেত
ফসলের ঘ্রাণ। জলছবি
কথা নেই। তবু বুক ভাঙে পায়রা ওড়ানো বিকেল
তুমি
সত্যিই তুমি হাত ধরলে পেরিয়ে যায় শীত
বসন্ত জাগে বুকের ভেতর
তাই সংসার গোছানোর পালা বারবার
জোছনা ছড়িয়ে চাঁদ হাসলে
ভেবে নিই তুমি আমার হাত ধরে দাঁড়িয়ে আছো
প্রশ্ন
এসব ইতিবাচক কিংবা নেতিবাচক কথায়
অঙ্কের গিট খুলে যায়
তবু প্রশ্নবাণ ফিরে আসে বুকে
প্রাচীন তাম্রলিপি পোড়ে রোদ
মন বাগিচায় কোকিল নিরাপদে উড়ে যায়
মাঝি গায় গান। ভাঙা নদীর বুকে শকুন গা শুকায়