করুণা গ্রাস করা কৌশলে

করুণা গ্রাস করা কৌশলে’ কবিতা সিরিজ থেকে

যদি থাকি, সৃষ্টির বিলুপ্তের শেষ কোন দশকে।
অন্ধকার গলির ভেতর উজ্জ্বল দুটি চোখে।

যদি থাকি। ধরে নাও, আকাশের নীচে কোন
মাটি নেই শান্ত। দুর্বার দলে নেই হলুদ ফড়িং।
ঈশ্বর নেই আর রুপের অধীন। বাহনেরা
ছুটে বেড়ায় এদিক সেদিক। তবুও তাঁদের
নেই ব্রহ্মের শক্তিরূপিণী সম্ভার প্রাপ্তি

ফল-মুল, ধুপ কিংবা তাঁর গায়ে নেই প্রলেপ
লাগানোর মাটি। ভেঙে পড়ে, জন্ম নেয় রাশি
রাশি অনুকম্পিত বানর

ক্রমশ এই গাঢ় অন্ধকারের ভেতর মুক্তির
পথ শূন্য। তুমি সকালের মতোই নির্দয়।
কৃপাময় আলোর উদারতায়, নিয়মিত সেজে ওঠে আপামর

আসো আমার পাশে বসো। আমার চোখের সাথে চোখ মেলাও বৃষ্টি এখন শুধু আনন্দময়। তুমি’ নিভে এলে আমার অ্যাসবেটসের চালের ফুটো দিয়ে চাঁদ ঢুকে পড়ে। সেই আলোর কৃপায় নেচেছে ভৈরবী। নেচেছে দ্বাদশীর বেলা

বড়ো ব্যথাময় আজ, ম্যানুফেস্টে দীর্ঘ বিশ্বাসী
বিদূষক বলে ছিলো যখন কথা। হেসেছিলে
ছলনাময় ব্যঙ্গ ভাষা। এর পড়েই সবাই সব
গোপনীয়তা ফাঁস করে দেবে। স্থির ও ব্যাকুল
চোখে খবরের উন্মাদনায় ভেসে যাবে।

একটি জিজ্ঞাসা চিহ্নের ভেতরে, কেনো?

বলেনি উত্তর, শুধু সিদ্ধান্তের পলকা ভাবমূর্তি
খুকু ফিরে এসেছে আজও খালি হাতে, ফুলেরা
নোয়াইনি মাথা। কী ভাবে বোঝাবো তোমায়,
আজকের মৃত্যুর অযোগ্য ক্লান্তি কথা…
ভালো লাগলে শেয়ার করুন
Avatar photo

By দেশিক

জন্ম ৭ জানুয়ারি ১৯৯৫ ,  পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শ্যামসুন্দর গ্রামে। ভালোবাসে ব‌ই পড়তে, ছবি তুলতে, গান শুনতে।

Leave a Reply