স্মৃতি–
ফাঁদের ভেতর নতুন ফাঁদ
. পেতেছে কেউ;
এমন স্বপ্নে আমার চোখের পাতা ভারী হয়ে এলো!
দেখি, অনতিদূরে তোমার হাসি
বিশাল আকাশের নিচে পাক খেয়ে ভেঙে যায়
তলায় চাপা পড়া মানুষ কবিতা বোঝে না।
উত্তরের ঠান্ডা ও ভারী বাতাস
হাতের তালু চিরে ঢুকে পড়েছে রক্তে,
কয়েক হাজার ভোল্টের স্মৃতি মাথার ভেতর
এতো নীল, এতো প্রাণময়—
উফ! এমন বিদ্যুৎ,
. স্পর্শে আমার ঘুম ভাঙে না একশো বছর!
সেপারেশন–
তোমার চোখের উপযুক্ত পথ খুঁজে খুঁজে
ক্রমশ মাথা
উটপাখির মত ঝুঁকে পড়ে বালুতে!
এই সব শ্বাস-প্রশ্বাস, ঘন ও মায়াবী মদ, আলোর দ্যুতি–
ফাটল বরাবর
. নিরুপায় রোদ। নেমে গেছে। অবিশ্বাসের দিকে।
কোথাকার বাতাস? কোথায় গড়িয়ে যায়?
স্মৃতির ওজন বেড়ে এত ভার
সহসা কেঁপে যায় শরীর-
এত শূন্যতা নিয়ে ঝাঁপ দেবো বহুতল বাড়ির ছাদ থেকে?
চিবুক ভেজানো দু:খ
. বাতিল নক্ষত্রের মত ঝরে পড়ে পৃথিবীর পিঠে।
আশ্চর্য মৃত্যুর ভেতর জীবন–
এমন একটি সত্যের ভেতর আদৌ
কোনো সত্য নেই!
রেস–
লোকটা দীর্ঘ সময় হারিয়ে গেছে বনের ভেতর
বনের ভেতর হারিয়ে গেছে লোকটার দীর্ঘ সময়
দীর্ঘ সময় লোকটার মধ্যে একটা বন
. বনের মধ্যে একটা দীর্ঘ লোক–
ক্রমশ হারিয়ে ফেলছে লোকটাকে…